-
পাকিস্তানের বিপক্ষে ১৮৩ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার
July 8th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ৮ জুলাই: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৮ উিইকেটে ১৮৩ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে শিরোপা জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৮৪ রান।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে ডি অর্চি শর্ট এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। অ্যারন ফিঞ্চ আউট হন ২৭ বলে ৪৭ রান করে। ডি অর্চি শর্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটির সাহায্যে ৭৬ রান করে আউট হন। তার ৫৩ বলের ইনিংসে ৭টি চার ও ৪টি ছক্কার মার ছিল।
এছাড়া ট্রাভিস হেড ১৯ এবং স্টয়নিস ১২ রান করতে সক্ষম হন।
পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৩৩ রান খরচায় একাই নেন ৩ উইকেট। এছাড়া সাদাব খান দুটি এবং ফাহিম আশরাফ, হাসান আলী এবং শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে