-
পাকিস্তান দলে ফিরেছেন আহমেদ শেহজাদ
January 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লাহোর, ১০ জানুয়ারি: পাকিস্তানের মারকুটে ওপেনার আহমেদ শেহজাদ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দল থেকে ছিটকে পড়েছিলেন। তবে কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজে দলে ফিরেছেন শেহজাদ।
এছাড়া চলতি ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়ছেন ইমাম-উল-হক। তার বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন উমর আমিন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপে পারফরম্যান্সের প্রমাণ রেখেছেন শেহজাদ। সাত ইনিংসে ৬৭.১৬ গড় এবং ১০০.২৫ স্ট্রাইকরেটে রান করেছেন ৪০৩।
অপরদিকে হাঁটুর ইনজুরির কারণে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও ওয়ানডে দলের বাইরে চলে গেছেন। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে মোহাম্মদ নেওয়াজকে।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ডি/এল মেথডের গ্যারাকলে পড়ে প্রথম দুটিতে হেরে ২-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শেষ হওয়ার তিন দিন পর আগামী ২২ জানুয়ারি ওয়েলিংটনে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।
পাকিস্তান টি-২০ স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক-কাম-উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নেওয়াজ, সাদাব খান, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, হাসান আলী, রুম্মন রইস এবং উমর আমিন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে