-
পার্থ স্করচার্সকে হারিয়ে শীর্ষে ব্রিসবেন হিট
January 5th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ব্রিসবেন, ০৫ জানুয়ারি: বিগ ব্যাশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্করচার্সকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠেছে ব্রিসবেন হিট। আজ ব্রিসবেনে পার্থ স্করচার্সকে ৪৯ রানে হারিয়েছে ব্রিসবেন হিট। এর ফলে নিজেদের পঞ্চম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে পার্থ স্করচার্স।
এই জয়ের ফলে ষষ্ঠ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ব্রিসবেন হিট। ৫ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে নিট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্রিসবেন হিট-এর প্রায় সব ব্যাটসম্যানই রানের দেখা পান। ইনিংসে কোনো অর্ধশত রান থাকলেও ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রিসবেন হিট। সর্বোচ্চ ৪৬ রান করেন অলরাউন্ডার বেন কাটিং। মাত্র ২০ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৪৬ রান করে আউট হন বেন কাটিং। এছাড়া ক্রিস লিন ২০ বলে ৩৯, জো বার্নস ২৬ বলে ৩৬ ব্রেন্ডন ম্যাককালাম ২৭ বলে ৩২ রান করে আউট হন। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন পিয়ারসন। পার্থ স্করচার্স-এর বোলার ডেভিড উইলে শিকার করেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ব্রিসবেন হিটের দুই বোলার ব্রেন্ডন ডগেট ও মার্ক স্টিকিটির মারাত্মক বোলিংয়ে ১৯ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় পার্থ স্করচার্সের ইনিংস। ফল ৪৯ রানে হেরে যায় তারা।
ব্রেন্ডন ডগেট ৩৫ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। অপর বোলার মার্ক স্টিকিটির শিকার ২৮ রানে ৩ উইকেট। পার্থ স্করচার্সের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন অ্যাস্টন আগার। এছাড়া ডেভিড উইলে ২৫, টার্নার ১৮, টিম ডেভিড ১৬ ও ক্লিংগার ১৫ রানে আউট হন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের অলরাউন্ডার বেন কাটিং।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে