-
পিএসজিকে হারিয়ে শেষ আটে রিয়াল
March 7th, 2018ক্রীড়া ডেস্ক, বিডিস্পোর্টস২৪ডটকম
প্যারিস, ফ্রান্স ৭ মার্চ ২০১৮ : চ্যাম্পিয়ন্স লিগে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে উঠেছে। মঙ্গলবার রাতে তারা শেষ ষোলোর ফিরতি লেগে প্যারিস মাঠে ২-১ গোলে নেইমারবিহীন পিএসজিকে পরাজিত করে।এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ৩-১ গোলে জিতেছিল জিনেদিন জিদানের দল। দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল সহজেই পৌঁছে গেল শেষ আটে।
এ নিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা টানা ৮ বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠার কৃতিত্ব দেখালো। অন্যদিকে এ হারে টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়লো পিএসজি।
প্যারিস মাঠে মঙ্গলবার রাতে রিয়াল ম্যাচের শুরুতে পরিকল্পিতভাবে গুছিয়ে খেলতে পারছিল না। একটু এলোমেলো হয়ে উঠায় স্বাগতিক পিএসজি এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও ব্যর্থ হয়। তবে নিজেদের গুছিয়ে নিয়ে ১৮ মিনিটে প্রথম সুযোগ পায় জিনেদিন জিদানের দল। কিন্ত সের্হিও রামোসের জোরালো শট পিএসজি গোলরক্ষক দারুণ ভাবে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।
এর পর প্রথমার্ধের শেষের দিকে পর পর দুটি চমৎকার সুযোগ পেয়েছিল লিগ ওয়ানের শিরোপা প্রত্যাশী পিএসজি। কিন্ত ডি মারিয়া সেই সুযোগকে গোলে পরিণত করতে পারেননি।
তবে শেষ আটে উঠার লড়াইটি মূলত দ্বিতীয়ার্ধেই জমজমাট হয়ে উঠে। ৫০ মিনিটে রোনালদো সম্ভাব্য গোলের সুযোগ হাত ছাড়া করলেও পরের মিনিটে বাঁ-দিক থেকে ভাসকেসের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন।
এরপর ৬৬তম মিনিটে আবারো পিএসজি পিছিয়ে পড়ে। মার্কো ভেরাত্তি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে স্বাগতিকরা আরো চাপে পড়ে যায়। তারপরও ৭১ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে ডি বক্সে কাভানির গোলে সমতায় ফিরেছিল পিএসজি।
কিন্ত শেষ রক্ষা করতে পারেনি দলটি। ৮০ মিনিটে প্যারিস ক্লাবকে স্তব্ধ করে ম্যাচের ইতি টেনে দেন কাসেমিরো।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ