-
পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতার উদ্বোধন
September 3rd, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০৩ সেপ্টেম্বর: যথাযথভাবে সামাজিক দূরত্ব মেনে আজ বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে শুরু হয়েছে ‘ওয়ালটন রেফ্রিজারেটর আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০২০’। এই প্রতিযোগিতায় ৬টি ক্লাব ও ১৪ জেলার দুই শতাধিক খেলোয়াড়রা অংশ নিয়েছে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশে মাঠে গড়িয়েছে করোনা পরবর্তী ঘরোয়া খেলাধুলা।
এবারের এই প্রতিযোগিতার ইভেন্ট একটি (পুমসে)। তবে ক্যাটাগরি ১২টি। এই ১২টি ক্যাটাগরিতে ৬টি ক্লাব ও ১৪টি জেলার মোট ২০০ জন খেলোয়াড় অংশ নিয়েছে। তার মধ্যে পুরুষ বিভাগে ১২৫ জন ও মহিলা বিভাগে ৭৫ জন। আর অংশ নিতে যাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, গাজীপুর, কুমিল্লা, খাগড়ছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
প্রতিযোগিতার বিজয়ীদের মেডেল ও ট্রফি দেওয়া হবে। আর ১২টি ক্যাটাগরিতে স্বর্ণজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে