-
পুরুষ ও মহিলা হ্যান্ডবলের সেমিতে বাংলাদেশ
December 6th, 2019পোখারা থেকে বিশেষ প্রতিনিধি
বিডিস্পোর্টস২৪ ডটকম
পোখারা, ৬ ডিসেম্বর: ১৩তম এসএ গেমসে হ্যান্ডবলের পুরুষ ও মহিলা উভয় বিভাগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আজ পোখারায় হ্যান্ডবলের পুরুষ বিভাগে গ্রুপ ‘এ’র শেষ খেলায় ভারত ৪৭-১৫ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে পৌঁছে ভারত। মালদ্বীপ দু’টি খেলায় হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।
এদিন মালদ্বীপ হেরে যাওয়ায় ‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ।
৭ ডিসেম্বর পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলংকা এবং একই দিন দ্বিতীয় সেমিফাইনালে লড়বে বাংলাদেশ-পাকিস্তান।
আজ মহিলা বিভাগের খেলায় ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় খেলায় শ্রীলংকাকে ৪২-২০ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স হিসেবে সেমিফাইনালে পৌঁছে। এই গ্রুপে নেপাল ২ খেলার দু’টিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে পা রাখে।
৭ ডিসেম্বর মহিলা বিভাগের প্রথম সেমিতে লড়বে ভারত-বাংলাদেশ এবং একই দিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে