শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
পুরুষ হ্যান্ডবলের সেমিতেও হার বাংলাদেশের
December 7th, 2019পোখারা (নেপাল) থেকে বিশেষ সংবাদদাতা
বিডিস্পোর্টস২৪ ডটকম
পোখারা (নেপাল), ৭ ডিসেম্বর: ১৩তম এসএ গেমসে নারী হ্যান্ডবল দলের পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশ পুরুষ হ্যান্ডবল দলও ফাইনালে যেতে ব্যর্থ হয়েছে। আজ পোখারায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে ২৮-১৭ গোলে হেরে গেছে।
অপর সেমিফাইনালে ভারত ৩৯-৩২ গোলে শ্রীলংকাকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। ফলে আগামি ৯ ডিসেম্বর সোমবার পুরুষ হ্যান্ডবলের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
আগামি ৯ ডিসেম্বর সেমিতে পরাজিত দুই দল বাংলাদেশ ও শ্রীলংকা ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে