-
পুলিশ ও বিজিবি ফাইনালে
December 31st, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ ডিসেম্বর: জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনালে ওঠেছে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ০১:৩০টায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৬-৩৩ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে ফাইনালে পা রাখে। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-২০ গোলে পিছিয়ে ছিল।
একই মাঠে দুপুর ০৩:০০টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৯-১৪ গোলে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০২ গোলে এগিয়ে ছিল।
আগামিকাল বিকেল ৩.০০টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে দুপুর ১২-০০টায় তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী খেলায় লড়বে বাংলাদেশ আনসার ও বান্দরবান জেলা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে