-
পেশাদার ফুটবল লিগ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার
February 12th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১২ ফেব্রুয়ারি: ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ১৩ দলের অংশগ্রহণে দেশের ভিন্ন ভিন্ন তিনটি ভেন্যুতে শুরু হতে যাচ্ছে পেশাদার ফুটবল লিগের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
উদ্বোধনী দিনে বিকেল ৩.১৫টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবের মোকাবেলা করবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। আর সিলেট জেলা স্টেডিয়ামে একই সময় শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব লিমিটেডের বিপক্ষে।
পরের দিন ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩.১৫টায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ড সোসাইটির। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করতে নামবে প্রতিবেশী আরামবাগ ক্রীড়া সংঘ।
এদিকে আবাহনী লিমিটেড তাদের বিপিএল মিশন শুরু করবে ১৬ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হিসেবে সন্ধ্যা সাড়ে ছয়টায় লড়াইয়ে নামবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
অংশগ্রহণকারী দলগুলো হলো: বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লি:, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি:. শেখ রাসেল ক্রীড়াচক্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, আরামবাগ ক্রীড়াসংঘ, চট্টগ্রাম আবাহনী লি:, উত্তর বারিধারা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে