-
পেশোয়ার জালমিকে হারিয়ে এককভাবে শীর্ষে মুলতান
March 7th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ৭ মার্চ: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিকে ১৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে মুলতান সুলতান্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুলতান শোহেব মাকসুদের অপ: ৮৫ রানের সুবাদে ৩ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে পেশোয়ার জালমির ইনিংস ৮ উইকেটে ১৬৪ রানে থেমে গেলে ১৯ রানে জিতে যায় মুলতান।
মুলতানের শোহেব মাকসুদ ৪২ বলে চারটি বাউন্ডারি ও ৭টি ছক্কার সাহায্যে ৮৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া আহমেদ শেহজাদ ৩৭ বলে ৩৭, সাঙ্গাকারা ২৪ বলে ২৮ পোলার্ড ৮ বলে ১৬ এবং অধিনায়ক শোয়েব মালিক ১০ বলে ১৩ রান করেন।
পেশোয়ার জালমির পক্ষে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে আসে ৫৬ রান। এছাড়া ডসন ৩২, ওয়েসেলস ২২ এবং ডোয়াইন স্মিথ ১৮ রান করেন।
মুলতানের সোহেল তানভীর ও পোলার্ড তিনটি করে এবং মোহাম্মদ ইরফান নেন ২ উইকেট।
ম্যাচসেরা হন মুলতান সুলতান্স-এর শোহেব মাকসুদ।
এ ম্যাচ জয়ের ফলে ৬ খেলায় ৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে মুলতান। অপরদিকে সমসংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পেশোয়ার জালমি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে