-
প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে লেবানন
September 17th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৭ সেপ্টেম্বর: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় সংযু্ক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে রয়েছে লেবানন।
কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের এ ম্যাচে ২ মিনিটে পেনাল্টি পেয়ে গোল করতে ব্যর্থ হয় লেবানন। এ সময় সংযু্ক্ত আরব আমিরাতের বিপদ সীমায় তাদের রক্ষণভাগের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।জারা আসসাফ-এর নেয়া পেনাল্টি কিক আমিরাত গোলরক্ষক হুদা হোসাইন ডানদিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন।
৯ মিনিটে বাম প্রান্ত দিয়ে ডি বক্সের বাইরে থেকে জারা আসসফ-এর নেয়া দূরপাল্লার শট সংযুক্ত আরব আমিরাতের জালে জড়িয়ে যায় (১-০)।
২০ মিনিটে আবারও গোল করে এগিয়ে যায় লেবানন। এ সময় লেবানের মিডফিল্ডার মারিয়া মানসুরের লম্বা থ্রু পাস থেকে বল পেয়ে ফরোয়ার্ড ফারাহ এল তায়ার ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে আমিরাতের গোলরক্ষককে পরাস্ত করেন (২-০)।
২২ মিনিটে গোল পরিশোধের সহজ সুযোগ নষ্ট করে সংযু্ক্ত আরব আমিরাতের স্ট্রাইকার ঘারিব আলমাজরুই লেবানন গোলরক্ষক জুডি এল তায়ারাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তার নেয়া শট লেবানন গোলরক্ষক রুখে দিলে গোল পরিশোধ করা হয়নি আমিরাতের।
৩৬ মিনিটে আবারও গোল পরিশোধের সুযোগ নষ্ট করে আমিরাত। এ সময় বাম প্রান্ত থেকে অধিনায়ক সাহাদ খালেদের ক্রসে ফাতেমা গোলাম মারজুকির নেয়া হেড সাইড বার ঘেঁষে বাইরে গেলে গোল পরিশোধ করা হয়নি আমিরাতের।
৩৯ মিনিটে একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল পরিশোধ করে আমিরাত। এ সময় বাম প্রান্ত থেকে আমিরাতের স্ট্রাইকার সাদ খালেদের নেয়া গোলমুখে শট লেবানন গোলরক্ষক ফেরাতে ব্যর্থ হলে রিম আলমাহরি ডান পায়ে ফাঁকা পোস্টে বল ঠেলে দেন (১-২)।
৪২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন জারা আসসাফ। ডি বক্সের বেশ বাইরে থেকে ডান পায়ের শটে আমিরাত গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান জারা আসসাফ (৩-১)।
৪৫ মিনিটে আরও একটি পরিশোধ করে আমিরাত। এ সময় বাম প্রান্ত দিয়ে কর্নার পায় আমিরাত। সাহাদ খালেদের নেয়া কর্নার লেবানন গোলসীমায় জটলার সৃষ্টি হয়। জটলা থেকে আমিরাতের স্ট্রাইকার ঘারিব আলমাজরুই ডান পায়ের শট বল জালে ঠেলে গেন (২-৩)।
প্রচণ্ড গরমের কারণে প্রথমার্ধে দুইবার করে পানি পানের বিরতি দেন রেফারি। ঢাকার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতা বেশি থাকায় দুই দলের খেলোয়াড়রা এমনকি রেফারিও ক্লান্ত হয়ে পড়ছিলেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে