-
প্রথম জয় নেদারল্যান্ডের: পাপুয়া নিউগিনির বিদায়
March 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
হারারে, ১০ মার্চ: বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখেছে গ্রুপ ‘এ’তে থাকা নেদারল্যান্ড। আজ তারা ৫৭ রানে হারিয়েছে পাপুয়া নিউগিনিকে। নেদারল্যান্ড তদের প্রথমে ম্যাচ আয়ারল্যান্ডের কাছে ডি/এল মেথডে ৯৩ রানে হারে। এরপর দ্বিতীয় খেলায় সংযুক্ত আরব আমিরাতে কাছে পরাজিত হয় ৬ উইকেটে।
অপরদিকে চার খেলার সবকটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাপুয়া নিউগিনি।
নেদারল্যান্ডের করা ২১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনির ইনিংস ৪২.১ ওভারে ১৫৯ রানে গুটিয়ে গেলে ৫৭ রানে জিতে যায় নেদারল্যান্ড। নেদারল্যান্ডের বোলারদের দাপটে পাপুয়া নিউগিনির চার ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে সক্ষম হন। এরা হলেন- আসাদ ভাল ৪৪, ভানুয়া ১৩, দরিগা অপ: ৩২ ও রেভা ১৫।
ভ্যান ডার মারে একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া স্ন্যাটার ও ক্লাসেন দুটি করে উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১৬ রান করে নেদারল্যান্ডস। সিকান্দার জুলফিকারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ অপ: ৫৩ রান। এছাড়া ভ্যান ডার মারে ৩৮, এডওয়ার্ডস ২৭, কুপার ২৬ ও সিলার ২৩ রান করেন।
পাপুয়া নিউগিনির চার বোলার ৮ উইকেট ভাগ করে নেন। ভানুয়া, মাহুরু দাই, এলাই নাও এবং চার্লস আমিনি দুটি করে উইকেট নেন।
নেদারল্যান্ডের ভ্যান ডার মারে ম্যাচসেরা হন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে