শিরোনাম
করোনা ভ্যাকসিন নিলেন জেমি ডে... ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ...
-
প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাটিং-বোলিং উদ্বোধন মিরাজের
September 29th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ২৯ সেপ্টেম্বর: বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে একই ম্যাচে ব্যাটিং ও বোলিং উদ্বোধন করলেন বাংলাদেশের তরুণ তুর্কি মেহেদি হাসান মিরাজ।
এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনালে গতরাতে ভারতের বিপক্ষে ব্যাট হাতে উদ্বোধন করেন মিরাজ। এরপর বল হাতেও ইনিংস শুরু করেন তিনি। তাই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ব্যাটিং-বোলিং উদ্বোধন করলেন মিরাজ। ম্যাচে ব্যাট হাতে ৫৯ বলে ৩২ রান ও বল হাতে ৪ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি মিরাজ।
এছাড়া, সব মিলিয়ে বিশ্বের ৪৩তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে একই ম্যাচে ব্যাটিং ও বোলিং উদ্বোধন করলেন মেহেদী হাসান মিরাজ। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে