-
প্রথম সাউথ এশিয়ান ভভিনামে বাংলাদেশ চ্যাম্পিয়ন
July 21st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২১ জুলাই: প্রথম সাউথ এশিয়ান ভভিনামে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ শনিবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ হওয়া টুর্নামেন্টে ১৮টি স্বর্ণ, ১৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
৯টি স্বর্ণ, ৭টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয় ভারত। নেপাল একটি ব্রোঞ্জ পদক জেতে। খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হযরত খাজা মইনুদ্দিন চিশতী (র.) উর্দু, ফার্সী, আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মাহরুখ মির্জা। এ সময় বিশ্ব ভভিনাম ফেডারেশনের সহ-সভাপতি বিষ্ণু সাহাই ও বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের সভাপতি দিলদার হাসান দিলু উপস্থিত ছিলেন।
সাউথ এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী (ফরমস) ইভেন্টগুলো হলো- পুরুষ একক পারফরম্যান্স (এনজু মন কুয়েন, থাপ থা কুয়েন ও লং হো কুয়েন), মহিলা একক পারফরম্যান্স, পুরুষ অস্ত্রসহ দ্বৈত, মহিলা আত্মরক্ষামূলক, মহিলা আত্মরক্ষামূলক কৌশল (৬ জন), অস্ত্রহীন একজন মহিলা ও তিনজন পুরুষের লড়াই, অস্ত্রসহ একজন পুরুষ ও তিনজন পুরুষ, চার পুরুষ পা দিয়ে আক্রমণের কৌশল ও ইং ইয়াং তলোয়ার ফরম। এছাড়া বিভিন্ন ওজন শ্রেণীতে লড়বেন পুরুষ ও মহিলারা। পুরুষ ৩৫-৪০, ৪১-৫০, ৫১-৫৫, ৫৬-৬০, ৬১-৬৫, ৬৬-৭০ ও ৭১-৭৬ কেজি এবং মহিলা ঊর্ধ্ব-৩৮ ও ৪৪, ৪৫-৪৮, ৪৯-৫২, ৫৩-৫৬, ৫৭-৬০, ৬১-৬৬ ও ৬৭-৭২ কেজি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে