-
প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৮৩ রান
July 23rd, 2019ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ২৩ জুলাই: শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য তামিম ইকবাল বাহিনীর প্রয়োজন ২৮৩ রান। কলম্বোর পি সারা ওভাল মাঠে টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক নিরোসান ডিকবেলা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ২৮৩ রান।
শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্টস একাদশের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত থাকেন দাসুন সানাকা। সেহান জয়সুরিয়ার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া রাজাপাকসে ৩২, অনিন্দ হাসারাঙ্গা ২৮ এবং গুনাথিলাকার ২৬ রানের সুবাদে ৮ উইকেটে ২৮২ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্টস একাদশ।
বাংলাদেশের রুবেল হোসেন ও সৌম্য সরকার দু’টি করে এবং তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং ফরহাদ রেজা একটি করে উইকেট নেন।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে