-
প্রাগ ওপেনের শিরোপা জয় হালেপের
August 17th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
প্রাগ, ১৭ আগস্ট: বেলজিয়ামের এলিস মার্টিনসকে সরাসরি সেটে পরাজিত করে লকডাউন পরবর্তী দ্বিতীয় ডব্লিউটিএ ইভেন্ট প্রাগ ওপেনের শিরোপা জয় করেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ।
২৮ বছর বয়সী রুমানিয়ান হালেপ বিশ্বের ২৩ নম্বর র্যাঙ্কধারী মার্টিনসকে রোববারের ফাইনালে ৬-২, ৭-৫ গেমে পরাজিত করেন। এই শিরোপা জয়ের পথে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন্স ও বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হালেপ সময় নিয়েছেন এক ঘণ্টা ৩৩ মিনিট। এটি তার ক্যারিয়ারের ২১তম ডব্লিউটিএ শিরোপা।
এর মাধ্যমে সেরেনা ও ভেনাস উইলিয়াম, কিম ক্লাইস্টার্স ও পেট্রা কেভিতোভার পর পঞ্চম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন হালেপ।
প্রথম সেটে মার্টিনস ২-০ গেমে এগিয়ে গেলেও হালেপ টানা সাত ম্যাচে জয়ী হয়ে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে প্রথম থেকেই দুরন্ত গতিতে খেলে ৪-২ গেমে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্দান্ত ব্যকহ্যান্ডে মার্টিনস আগ্রাসী কৌশল দিয়ে ৫-৪ গেমে এগিয়ে যান এবং একইসাথে হালেপকে চাপে ফেলেন। কিন্তু এরপর ২৪ বছর বয়সী বেলজিয়ানের বিপক্ষে হালেপ তিনটি ম্যাচে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করেন। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে