-
প্রিমিয়ার ফুটবল লিগ শুরু, চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরার শুভ সূচনা
February 13th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: ১৩ দলের অংশগ্রহণে আজ থেকে শুরু হয়েছে ঢাকার ঘরোয়া ফুটবলের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী দিনে খেলা হয় তিনটি। এর মধ্যে চট্টগ্রাম আবাহনী ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজ নিজ খেলায় জয় পেয়ে শুভ সূচনা করেছে।
আজ সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বিজয়ী দলের চিনেদু ম্যাথিউ ৫৫ মিনিটে এবং চার্লস দিদিয়ের ৬৫ মিনিটে গোল দু’টি করেন।
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ১-০ গোলে পরাজিত করেছে উত্তর বারিধারা ক্লাবকে। ৮৬ মিনিটে বসুন্ধরা কিংসের কোস্টারিকান ফরোয়ার্ড কলিনড্রেস জয়সূচক গোলটি করেন।
সিলেট জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল ক্রীড়াচক্রের মধ্যকার অপর খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ৪ মিনিটে রাফায়েলের গোলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে থাকে শেখ রাসেল ক্রীড়াচক্র।
৬০ মিনিটে ব্রাদার্স ইউনিয়নের বিদেশি ফরোয়ার্ড ওটাবেক গোল করে সমতা আনেন (১-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে