শিরোনাম
প্রথম বিভাগ হকি লিগে দিলকুশা অপরাজিত চ্যাম্পিয়ন... দারুণ জয়ে এ্যাথলেটিকোর বিপক্ষে প্রস্তুতি শেষ করলো জুভেন্টাস... বিজিএমই কাপ ফুটবলে টর্ক ফ্যাশন জিতেছে... শীর্ষে উঠে এলেন জাভেদ... দুইবার পিছিয়ে পড়েও জয় নিয়েই মাঠ ছেড়েছে বায়ার্ন... মুশফিকের অন্য রকম ডাবল সেঞ্চুরি... বাংলাদেশের বিপক্ষে বেশি সেঞ্চুরি গাপটিলের... ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ... শীর্ষে উঠে এলো জাভেদ, চঞ্চল ও নাসিম... স্মিথ-ওয়ার্নারকে পুরনো রূপে দেখতে চান ল্যাঙ্গার...
-
প্রিমিয়ার ভলিবলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বিজিবির জয়
November 2nd, 2017ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ০২ নভেম্বর: প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগে বৃহস্পতিবার নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনের প্রথম খেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-০৫, ২৫-১৮, ২৫-১১ পয়েন্টে ৩-০ সেটে ওয়ারী ক্লাবকে পরাজিত করে।
দ্বিতীয় খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫-১৩, ২৫-২০, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ জেলকে পরাজিত করে।
৪ নভেম্বর ভলিবল স্টেডিয়ামে শনিবার দুপুর ২-৩০টায় ফায়ার সার্ভিস-আজাদ স্পোর্টিং ক্লাব এবং বিকেল ৪টায় ঢাকা সবুজ-বাংলাদেশ জেল পরস্পরের মুখোমুখি হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে