-
প্রিমিয়ার হ্যান্ডবলে কোয়ান্টাম চ্যাম্পিয়ন: রানার্স আপ আরামবাগ
July 31st, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৩১ জুলাই: কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নবাগত কোয়ান্টাম ফাউন্ডেশন। রানার্স আপ হয়েছে গত আসরের চতুর্থ স্থান অর্জনকারী আরামবাগ ক্রীড়া সংঘ।
আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কোয়ান্টাম ফাউন্ডেশন তাদের শেষ খেলায় ওল্ড আইডিয়ালসকে ৪০-১৫ গোলে পরাজিত করেছে। ফলে ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
অপরদিকে আজ নিজেদের শেষ খেলায় আরামবাগ ক্রীড়া সংঘ ৭৭-১৪ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে উড়িয়ে দিয়েছে। ফলে ৯ খেলায় ২২ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয় আরামবাগ ক্রীড়া সংঘ।
আজ দিনের শেষ খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৬-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ২৫-২১ গোলে এগিয়ে ছিল।
আরামবাগ ক্রীড়া সংঘ এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এর ২২ পয়েন্ট হওয়ায় গোল পার্থক্যে এগিয়ে থাকায় আরামবাগ ক্রীড়া সংঘ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে গত আসরের চ্যাম্পিয়ন নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়।
লিগের শেষ দিনের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি (এলপিআর) চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি হাসান উল্লাহ খান রানা ও মো: নুরুল ইসলাম, লিগ কামিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার (ফোর্স ও ওয়েলফেয়ার) এবিএম মাসুদ হোসেন, সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশন ও ক্লাবগুলোর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নূরুল ফজল বুলবুল।
লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কোয়ান্টাম ফাউন্ডেশনের ছাচিং অং চাক (জার্সি নং – ৪৬)। বাংলা ক্লাবের শায়েখ হাসান (জার্সি নং – ০১) সেরা গোলরক্ষকের পুরস্কার পান।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে