-
প্রিমিয়ার হ্যান্ডবলে নারিন্দা ও বাংলা ক্লাবের জয়
July 22nd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২২ জুলাই: কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগের দ্বিতীয় দিনের খেলার জয় পেয়েছে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এবং বাংলা ক্লাব। আজ দিনের চতুর্থ খেলায় নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩৯-১০ গোলে ওল্ড আইডিয়ালসকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-০৬ গোলে এগিয়ে ছিল।
এর ফলে নিজেদের দ্বিতীয় খেলায় এসে প্রথম জয়ের স্বাদ পেলো গত আসরের চ্যাম্পিয়নরা। গতকাল প্রথম দিনে নারিন্দা ৩৪-৩৩ গোলে হেরে যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে।
দ্বিতীয় দিনের শেষ খেলায় বাংলা ক্লাব ৬১-১২ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২৭-০৪ গোলে এগিয়ে ছিল। সেইসাথে টানা দ্বিতীয় জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অপরদিকে টানা দ্বিতীয় হারে এখনো কোনো পয়েন্টের মুখ দেখেনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে