-
প্রিমিয়ার হ্যান্ডবলে বাংলা ক্লাব ও মেনজিস ক্রীড়াচক্রের জয়
July 27th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৭ জুলাই: কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগে জয় পেয়েছে বাংলা ক্লাব ও মেনজিস ক্রীড়াচক্র। আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় বাংলা ক্লাব ৩৭-২২ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৯-১২ গোলে এগিয়ে ছিল। এর ফলে নিজেদের সপ্তম খেলায় পঞ্চম জয়ের মুখ দেখেছে বাংলা ক্লাব।
নিজেদের সপ্তম খেলায় এসে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মেনজিস ক্রীড়াচক্র। একই মাঠে দিনের দ্বিতীয় খেলায় মেনজিস ক্রীড়াচক্র ৩৯-১৪ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-০৬ গোলে এগিয়ে ছিল। অপরদিকে এ ম্যাচ হারের ফলে ৬ খেলার সবকটিতে হেরেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এবং আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যকার দিনের তৃতীয় খেলাটি ৩৪-৩৪ গোলে ড্র হয়। প্রথমার্ধেও দুই দলের মধ্যকার খেলাটি ১৭-১৭ গোলে সমতা ছিল। এর ফলে এবারের লিগে এই প্রথম কোনো খেলা অমীমাংসিতভাবে শেষ হলো।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে