-
প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া হকি
November 4th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৪ নভেম্বর: প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘ আট মাস নির্বাসনে থাকা হকি অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন আগামী ১৬ নভেম্বর থেকে প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্টের মধ্যো দিয়েই মাঠে ফিরছে ঘরোয়া হকি।
প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্টে চারটি সার্ভিসেস দলসহ মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। সার্ভিসেস দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। এছাড়া অনূর্ধ্ব-২১ দলকে দুই ভাগে বিভক্ত করে বাকী দুটি দল গঠন করা হবে।
বিএইচএফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান এ টুর্নামেন্টের ম্যাচগুলো মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট কাপ হকি টুর্নামেন্ট শেষে ডিসেম্বরে বিজয় দিবস হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ