-
প্রোটিয়াদের বিপক্ষে ১ টেস্ট কমিয়ে ওয়ানডে সিরিজ ও টি২০ ম্যাচ খেলবে শ্রীলংকা
April 4th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ৪ এপ্রিল: আগামী জুলাই মাসে শ্রীলংকার মাটিতে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সেখান থেকে একটি টেস্ট ম্যাচ বাদ দিয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।
আরে আগে সম্ভবত ২০১৩ সালেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যবর্তী টেস্ট বাদ দিয়ে সীমিত ওভারের ম্যাচ খেলা হয়েছিল। এর কারণটা হলো বাণিজ্যিক। কারণ ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান ছাড়া অন্য দেশের বিপক্ষে টেস্ট ম্যাচে শ্রীলংকাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট ম্যাচ খেলাকে শ্রীলংকান ক্রিকেট বোর্ড অস্থিতিশীল বিবেচনা করছে।
পরিবর্তি সফর শুরু হবে আগামী ১২ জুলাই গল টেস্টের মধ্য দিয়ে। শ্রীলংকার ওয়েস্ট ইন্ডিজে ৩ ম্যাচের টেস্ট সিরিজের ২ সপ্তাহ পর গল টেস্ট শুরু হবে।
একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে, ১৪ আগস্টে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের পর এই টেস্টই হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। গত ছয বছরে একমাত্র এশিয়ার বাইরের দল হিসেবে ২০১৪ সালে টেস্ট সিরিজের শ্রীলংকাকে ১-০তে পরাজিত করেছিল দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার শ্রীলংকা সফরসূচি:
প্রথম টেস্ট: জুলাই ১২-১৬, গল
দ্বিতীয় টেস্ট: জুলাই ২০-২৪, এসএসসি
প্রথম ওয়ানডে: জুলাই ২৯, ডাম্বুলা
দ্বিতীয় ওয়ানডে: আগস্ট ১, ডাম্বুলা
তৃতীয় ওয়ানডে: আগস্ট ৫, পাল্লেকেলে
চতুর্থ ওয়ানডে: আগস্ট ৮, পাল্লেকেলে
পঞ্চম ওয়ানডে: আগস্ট ১২, খেত্তারামা
একমাত্র টি-২০: আগস্ট ১৪, খেত্তারামা
বিডিস্পোর্টস২৪ ডটকম/জেএকে