-
ফলোঅনে দক্ষিণ আফ্রিকা
October 12th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
পুনে, ১২ অক্টোবর: ভারতের বিপক্ষে পুনে টেস্টে ফলোঅনে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আজ তৃতীয় দিনে এসে ফাফ ডু প্লেসিস ও মহারাজের ফিফটি সত্ত্বেও ২৭৫ রানের গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। এতে ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেইসাথে ৩২৬ রানের লিড নিয়েছে ভারত।
গতকাল দ্বিতীয় দিনশেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিলো ৩৬/৩। ওভার মোকাবেলা করেছিলো ১৫। আজ তৃতীয় দিনে এসে আরও ৮৫.৪ ওভার মোকাবেলায় ২৭৫ রানে অলআউট হলে তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়ার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন কেশব মহারাজ। ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান আজ তিনি। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ব্যাট থেকে আসে ৬৪ রান। এটি তার ক্যারিয়ারের ২১তম ফিফটি।
এছাড়া কুইন্টন ডি কক ৩১ ও ব্রুন ৩০ রান করে আউট হন। ফিল্যান্ডার ৪৪ রানে অপরাজিত থাকেন।
ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া উমেশ যাদব তিনটি ও মোহাম্মদ সামি নেন ২ উইকেট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে