শিরোনাম
১৩তম এসএ গেমসের চূড়ান্ত পদক তালিকা... ইউনেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু... এসএ গেমস ক্রিকেটে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় বাংলাদেশের... এসএ গেমস আরচ্যারীতে ১০ স্বর্ণ জয় বাংলাদেশের... বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী... বিজয় দিবস হকিতে বিকেএসপি-বিমানবাহিনী পয়েন্ট ভাগাভাগি... একদিনে আরচ্যারীতে ৬ স্বর্ণ জয় বাংলাদেশের... দুর্দান্ত ফিল্ডিংয়ে স্বর্ণ জয় নারী ক্রিকেট দলের... মহিলা হ্যান্ডবলে স্বস্তির ব্রোঞ্জ জয়... দিনের শুরুতেই রোমান সানাদের ৩ স্বর্ণ জয়...
-
ফারাজ গোল্ডকাপ আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবলের দুটি সেমিফাইনাল কাল
August 2nd, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২ আগস্ট: ২য় শাহ জালাল ইসলামী ব্যাংক ফারাজ গোল্ডকাপ আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
কমলাপুর স্টেডিয়ামে বেলা ৩.০০টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফারইস্ট বিশ্ববিদ্যালয় ও ইউল্যাব বিশ্ববিদ্যালয়।
একই মাঠে বিকেল ৫.০০টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।
আগামী ৫ আগস্ট রোববার দুই সেমিফাইনাল বিজয়ী দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে।
উল্লেখ্য, ২০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গত ২৫ জুলাই থেকে এই টুর্নামেন্টের খেলা শুরু হয়েছিল।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে