-
ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের বিসিবি’র গাইডলাইন
April 3rd, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২ এপ্রিল: মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে ঘরে পরিবারের সাথে সময় পার করছেন ক্রিকেটাররা। পাশাপাশি অনেকে ঘরের মধ্যে ছোট-খাটো জিম বানিয়ে রেখেছেন। কারণ ফিটনেস ধরে রাখাটা ক্রিকেটারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।
ফিটনেস ধরে রাখতে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখতে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে বিসিবি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের জন্য একটি গাইডলাইন দেওয়া হয়। এই গাইডলাইন অনুসরণ করে ক্রিকেটাররা ঘরে বসেই তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারবে। বিসিবি’র ফিজিক্যাল পারফরম্যান্স বিভাগের প্রধান নিক লি এই নির্দেশনা দিয়েছেন।
বিসিবি’র ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে গাইডলাইন।
যেসব ক্রিকেটারদের ঘরে ব্যায়ামের যন্ত্রাংশ নেই ও জিমনেশিয়ামে যাওয়া সম্ভব নয় তাদের জন্য নিক লি কিছু নির্দেশনা তৈরি করছেন। বিজ্ঞপ্তি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে