-
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রোনালদো-সালাহ-মড্রিচ
September 3rd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ৩ সেপ্টেম্বর: ফিফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনিত হয়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, মিসরের মোহাম্মদ সালাহ ও ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ। ষষ্ঠবারের মত সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেলেন রোনালদো।
গেল পাঁচ বছরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়ের আসরে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। তবে চলতি মৌসুম থেকে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি।
রিয়ালে রোনালদোর সাবেক সতীর্থ মড্রিচও আছেন সংক্ষিপ্ত তালিকায়। কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন মড্রিচ। গেল বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন তিনি। তার নৈপুণ্যে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ক্রোয়েশিয়া।
গেল মৌসুমে লিভারপুলে যোগ দেন সালাহ। নিজের অভিষেক মৌসুমেই ৪৪ গোল করেছেন তিনি। সালাহ’র চৌকস নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠে লিভারপুল। বাসস।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে