-
ফিরতি ম্যাচেও রাজস্থানের বিপক্ষে ব্যাঙ্গালুরুর জয়
October 17th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
দুবাই, ১৭ অক্টোবর: আইপিএলে এবারের আসরের প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে পরাজিত করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজ ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করেছে ব্যাঙ্গালুরু।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ৬ উইকেটে ১৭৭ রানের বড় স্কোর গড়ে। জবাবে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্স ঝড়ে ২ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৭৯ রান স্কোরবোর্ডে জমা করে ব্যাঙ্গালুরু। ফলে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কোহলি বাহিনী।
রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ৩৬ বলের ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। এছাড়া রবিন উথাপ্পা ৪১, জস বাটলার ২৪ ও বেন স্টোকস ১৫ রান করে আউট হন। তিওয়াটিয়া ১৯ রানে অপরাজিত ছিলেন।
ব্যাঙ্গালুরুর বোলারদের মধ্যে ক্রিস মরিস একাই শিকার করেন ৪ উইকেট। যুজবেন্দ্র চাহালের শিকার ২ উইকেট।
১৭৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু মিডল অর্ডার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ৫৫ রানের ঝড়ো ইনিংসে জয় করায়ত্ত করে। ডি ভিলিয়ার্স মাত্র ২২ বলে ১ চার ও ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন।
অধিনায়ক বিরাট কোহলি করেন ৪৩ রান। তার ৩২ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছয়ের মার রয়েছে। এছাড়া ওপেনার পাডিক্যাল ৩৫ ও অ্যারন ফিঞ্চ করেন ১৪ রান। গুরকিরাত সিং ২৯ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স। এ ম্যাচ জয়ে ৯ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্গালুরু। অপরদিকে সমসংখ্যক ম্যাচে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ৬ পয়েন্ট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে