শিরোনাম
বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী... বিজয় দিবস হকিতে বিকেএসপি-বিমানবাহিনী পয়েন্ট ভাগাভাগি... একদিনে আরচ্যারীতে ৬ স্বর্ণ জয় বাংলাদেশের... দুর্দান্ত ফিল্ডিংয়ে স্বর্ণ জয় নারী ক্রিকেট দলের... মহিলা হ্যান্ডবলে স্বস্তির ব্রোঞ্জ জয়... দিনের শুরুতেই রোমান সানাদের ৩ স্বর্ণ জয়... এসএ গেমস আরচ্যারীর ১০ ইভেন্টের ফাইনালে বাংলাদেশ... বঙ্গবন্ধু বিপিএলের স্পন্সর আকাশ... সপ্তম দিনশেষেও শীর্ষে ভারত... বিজয় দিবস হকির উদ্বোধন...
-
ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে ১৮ ডিসেম্বর
December 2nd, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২ ডিসেম্বর: আগামি ১৮ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে ঢাকার ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপ ফুটবল। প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলো এ আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আজ বিকেলে বাফুফে ভবনে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির ২৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বাফুফে প্রফেশনাল ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি।
টুর্নামেন্ট শুরুর তারিখ ঠিক হলেও ক’টি দল অংশ নিচ্ছে এবারের আসরে তা জানানো হয়নি। টুর্নামেন্টের সূচিও পরে জানানো হবে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে