-
ফ্রেন্ডশিপ টেনিসে বাংলাদেশ জিতেছে
March 8th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৮ মার্চ ২০১৮ : বাংলাদেশ-মালয়েশিয়া ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাব টেনিস কোর্টে শুরু হয়েছে।দুইদিনব্যাপী এ ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
আজ প্রথম এককে মালয়েশিয়ার নওফল সিদ্দিক বিন কামরুজ্জামান ৬-৩, ৫-৭, ৬-০ গেমে বাংলাদেশের অমল রায়কে পরাজিত করে দলকে ১-০ ম্যাচে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয় এককে বাংলাদেশের মামুন ব্যাপারী ৬-৩, ৬-৩ গেমে মালয়েশিয়ার তালহা বিন মোহাম্মদ রাহিজামকে পরাজিত করে ১-১ ম্যাচে সমতা আনেন।জয়-পরাজয় নির্ধারণী দ্বৈত ম্যাচে বাংলাদেশের অমল রায় ও রঞ্জন রাম জুটি ৬-২, ৭-৫ গেমে মালয়েশিয়ার মুহাম্মদ আইমান বিন হামদান ও আজরুল এখসান বিন আজমান জুটিকে পরাজিত করার ফলে বাংলাদেশ ২-১ গেমে জয়লাভ করে।
শুক্রবার সকাল ৯টায় উত্তরা ক্লাবে এককের খেলা শুরু হবে এবং বিকাল ২:৩০টায় দ্বৈতের খেলা শুরু হবে। বিকাল ৪টায় পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হবে।বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ