-
ফ্লেইম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন
November 6th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ৬ নভেম্বর: ফুটসাল টুর্নামেন্টে ফ্লেইম বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার শিরোপা লড়াইয়ে তারা ৪-০ গোলে গ্রেগরিয়ান গেলাক্টিককে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
এর আগে প্রথম সেমিফাইনালে ফ্লেইম বয়েজ ক্লাব ৬-১ গোলে ফ্লেইম বয়েজ ক্লাব‘সি’কে এবং দ্বিতীয় সেমিফাইনালে গ্রেগরিয়ান গেলাক্টিকস ৬-১ গোলে স্কোয়াড্রনকে হারিয়ে ফাইনালে উঠে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন জন্টজ। সর্বোচ্চ গোলদাতা হন সাফায়েত। চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল ও ৬০০০ টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি, মেডেল ও ৪০০০ টাকার প্রাইজমানি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শহিদুল্লাহ মিনু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ফিফা রেফারী মো. আজাদ রহমানএবং ফ্লেইম বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।
উল্লেখ্য শুক্রবার দিনব্যাপী এ টুর্নামেন্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ২৪টি দল এ আসরে অংশগ্রহণ করে।