-
বক্সিং-দাবার রিপোর্টিং শুক্রবার
March 8th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ডটকম
ঢাকা, ৮ মার্চ ২০১৮ : এক এক করে বাংলাদেশ যুব গেমসের নানা ডিসিপ্লিন মাঠে গড়াতে শুরু করেছে। এরই মধ্যে ফুটবল শুরু হয়েছে। বৃহস্পতিবার শুটিং রেঞ্জে শুটারদের রিপোর্টিং সম্পান্ন হয়েছে। শুক্রবার থেকে বক্সিং ও দাবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।এদিন দলগুলোর রিপোর্টিং ও ম্যানেজার মিটিং হবে। আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ বলেন, শুক্রবার দলগুলোকে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে ১০ মার্চ থেকে স্ট্যান্ডার্ড টুর্নামেন্টের মধ্য দিয়ে গেমসের দাবা ডিসিপ্লিন শুরু হবে। এর পর টিম ইভেন্ট রয়েছে। অনূর্ধ্ব-১৩ ও ১৭ উভয় বিভাগে বালক ও বালিকারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস জানান, শুক্রবার বক্সারদের রিপোর্ট করার জন্য বলা হয়েছে। বক্সিং পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছু সম্পান্ন করে মূলত ১১ মার্চ থেকে পদক লড়াই শুরু হবে। তিনি জানান, বালক বিভাগে ৬টি ক্যাটাগরি এবং বালিক বিভাগে ৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ