-
বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন আজ শুরু
April 3rd, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪.কম
ঢাকা : ৩ এপ্রিল ২০১৯বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন এশিয়ান ট্যুর টুর্নামেন্ট আজ থেকে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হচ্ছে।
এশিয়ার বৃহত্তম এ আসরে বিশ্বের ২২টি দেশের ১৪৬ জন গলফার অংশ নিচ্ছেন। এর মধ্যে স্বাগতিক বাংলাদেশের ৪০ জন পেশাদার গলফারের পাশাপাশি ৬ জন অ্যামেচার গলফার খেলার সুযোগ পাচ্ছেন।
সাড়ে তিন লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টে বিশ্বের তারকা গলফাররা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান ট্যুরের প্রথম চার আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মারদান মামত, থাইল্যান্ডের থিতিফুন চুয়াপ্রায়াকং ও জজ জানেওয়াতানন্দ এবং সুইডেনের গলফার ম্যালকম কোকোসিনস্তিসহ তারকা গলফাররা এ আসরে অংশ নিতে ঢাকায় অবস্থান করছন।
প্রথমবারের মতো বঙ্গবন্ধুর নামে নামকরণে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্নামেন্ট এশিয়ান গলফ ট্যুরের এ আসরটি বিশ্ব গলফের তৃতীয় বৃহত্তম টুর্নামেন্ট। গত ২৮ মার্চ কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর লোগো উন্মোচন করা হয়।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ