-
বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল শুরু
October 10th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ১০ অক্টোবর: আজ থেকে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতা’। সকালে ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন।
ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে: কমান্ডার এ কে সরকার (অব:) , ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে ।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৮৯-৩৪ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের নৌবাহিনী ৫২-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সামসুজ্জামান ২২ ও মিথুন ১২ পয়েন্ট এবং যোশে ফাইটস ক্লাবের পক্ষে সর্বোচ্চ স্কোরার ক্রিস্টোফার ১০ ও ইসতিক ০৮ পয়েন্ট করে স্কোর করে।
দিনের দ্বিতীয় খেলায় ধুমকেতু ক্লাব ৬৭-৫৮ পয়েন্টে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ধুমকেতু ক্লাব ৩৪-২৮ পয়েন্টে এগিয়ে ছিল। ধুমকেতু ক্লাবের পক্ষে সর্বোচ্চ স্কোরার তারেক ২০ ও সাজিদ ১০ পয়েন্ট এবং বাংলাদেশ পুলিশ দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার রাইম ৩৬ ও সাজিদ- ১৪ পয়েন্ট করে স্কোর করে।
দিনের তৃতীয় খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ৬৩-২১ পয়েন্টে পরাজিত করেছে বকসী বাজার ক্লাবকে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ বিমানবাহিনী ৩৪-১০ পয়েন্টে এগিয়ে ছিল। বিমানবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সাজিদ ১৭ ও জুবায়ের ১৪ পয়েন্ট এবং বকসী বাজারের পক্ষে সর্বোচ্চ স্কোরার জুনায়েদ ও সামাদ প্রত্যেকে ০৯ পয়েন্ট করে স্কোর করে।
দিনের চতুর্থ খেলায় দি গ্রেগস ক্লাব ৬৫-৫১ পয়েন্টে ফ্লেইম বয়েজ ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দি গ্রেগস ক্লাব ২৭-১৫ পয়েন্টে এগিয়ে ছিল। দি গ্রেগস ক্লাব এর পক্ষে সর্বোচ্চ স্কোরার প্রান্ত ১৬ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজ ক্লাবের পক্ষে সর্বোচ্চ স্কোরার সাদমান-১১ পয়েন্ট করে স্কোর করে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে