-
বছরের প্রথম এল ক্লাসিকো স্থগিত
October 18th, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪.কম
বার্সেলোনা : ১৮ অক্টোবর ২০১৯স্প্যানিশ ফুটবল লা লিগায় আগামী ২৬ অক্টোবর বার্সেলোনায় অনুষ্ঠেয় বছরের প্রথম এল ক্লাসিকো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে আজ শুক্রবার দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।বাসস
কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে সোমবার আটক করার পর পুরো শহর জুড়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সহিংস প্রতিবাদ শুরু হলে এ সপ্তাহের শুরুতেই নিরাপত্তা শংকার কথা জানিয়ে লিগ আয়োজকরা এল ক্লাসিকোর তারিখ পরিবর্তেনের আনুষ্ঠানিক আবেদন করে।
ইতোমধ্যেই লা লিগা ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে স্থানান্তর অথবা আগামী ১৮ ডিসেম্বর সম্ভাব্য একটি পরিবর্তিত তারিখের প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
বিডিস্পোর্টস২৪.কম/এমএ