শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
বর্ষসেরা কোচ ক্লপ
August 16th, 2020স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
লন্ডন, ১৬ আগস্ট: তিন দশকের অপেক্ষার ইতি টেনে লিভারপুলকে লিগ শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা কোচ হিসেবে শনিবার এই জার্মান কোচের নাম ঘোষণা করা হয়। রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুল আসর শেষ করে ৯৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে ১৮ পয়েন্ট বেশি তাদের।
বর্ষসেরার দৌড়ে ৫৩ বছর বয়সী ক্লপ পেছনে ফেলেছেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, লেস্টার সিটির ব্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডারকে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে