-
বাংলাদেশকে ১৭৭ রানের লক্ষ্য দিল ভারত
March 14th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১৪ মার্চ: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ভারত ৩ উইকেটে ১৭৬ রান করেছে। সঙ্গত কারণেই জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৭৭ রান।
উদ্বোধনী জুটিতে অধিনায়ক রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ৭০ রানের পার্টনারশিপ গড়ে দারুণ সূচনা এনে দেন। রুবেল হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে ৫ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৫ রান করেন শিখর ধাওয়ান।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও সুরেশ রায়না ১০২ রানের বড় পার্টনারশিপ গড়েন। সুরেশ রায়না রুবেল হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়ার আগে নিজের নামের পাশে যোগ করেন ৪৭ রান। তার ৩০ বলের ইনিংসে ৫টি চার ও দুটি ছক্কার মার রয়েছে।
ইনিংসের শেষ বলে রান আউটের শিকার হন রোহিত শর্মা। কিন্তু ততক্ষণে ঝড়ো গতিতে ৬১ বলে ৫ চার ও ৫ ছক্কার সাহায্যে নিজের নামের পাশে যোগ করেন ৮৯ রান। দিনেশ কার্তিক ২ রানে অপরাজিত থাকেন।
টাইগার পেসার রুবেল হোসেন একাই নেন ২ উইকেট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে