-
বাংলাদেশকে ২১৫ রানের টার্গেট দিল শ্রীলংকা
March 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
কলম্বো, ১০ মার্চ: নিদাহাস ট্রফি ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলংকা ৬ উইকেটে ২১৪ রানের স্কোর গড়েছে। ফলে বাংলাদেশ জিততে হলে করতে হবে ২১৫ রান।
উদ্বোধনী জুটিতে গুনাথিলাকা ও কুশল মেন্ডিস ৫৬ রানের পার্টনারশিপ গড়েন। গুনাথিলাকা ১০ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে কুশল মেন্ডিস ও কুশল পেরেরা ৮৫ রানের পার্টনারশিপ গড়েন। কুশল মেন্ডিস ৩০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৭ রান করেন। এটি তার টি-২০ ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।
সানাকা ০ রানে বিদায় নিলে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা। দলীয় রান তখন ১৪২। ১৫০ রানে অধিনায়ক দিনেশ চান্দিমালের বিদায়ে চতুর্থ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। চান্দিমাল ২ রানের বেশি এগুতে পারেননি।
পঞ্চম উইকেট জুটিতে কুশল পেরেরা ও উপল থারাঙ্গা ৫৫ রানের আরো একটি পার্টনারশিপ গড়লে ২০০ রান পার করে শ্রীলংকা। কুশল পেরেরা ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রান করে আউট হন। এদিন ৯ম টি-২০ ফিফটির দেখা পান তিনি।
শেষদিকে উপল থারাঙ্গা ১৫ বলে ৩২ এবং জীবান মেন্ডিস ২ বলে ৬ রানে অপরাজিত থাকলে ৬ উইকেটে ২১৪ রান করে শ্রীলংকা।
বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি, মাহমুদুল্লাহ ২টি এবং তাসকিন আহমেদ নেন এক উইকেট।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে