-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কার টেস্ট দল ঘোষণা
January 13th, 2018ক্রীড়া প্রতিবেদক :
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে। লঙ্কার টেস্ট দলকে নেতৃত্ব দিবেন দীনেশ চান্দিমাল। তার ডেপুটি হিসেবে থাকছেন পেসার সুরাঙ্গা লাকমলকে।বাংলাদেশ সফরকালে শ্রীলঙ্কা ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী জাতীয় স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৮ ফেব্রুয়ারি থেকে হোম অফ ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে অংশ নেবে। এর পর দল দুটি টি-টোয়েন্টি সিরিজে মোকাবেলা করবে।
এদিকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের আগে আগামী ১৫ জানুয়ারি ঢাকায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে লঙ্কান দল আজ সকালে ঢাকায় এসেছে। শুক্রবার সন্ধ্যায় এসেছে জিম্বাবুয়ে। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অংশ নিচ্ছে।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড : দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্মে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুষ্কা গুণথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশন ডিকওয়েলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গ্যামেজ, লাহিরু কুমারা।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএ