শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাক নারী টি-২০ দল ঘোষণা
October 23rd, 2019স্পোর্টস ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৩ অক্টোবর: নিজেদের মাটিতে সফরকারী বাংলাদেশ নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে আগামী শনিবার অনুষ্ঠেয় প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তিন টি-২০ সিরিজ। একই ভেন্যুতে এর পর দুই ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান নারী দল।
পাকিস্তান নারী টি-২০ দল: বিসমাহ মারুফ (অধিনায়ক), আলিভা রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বেগ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাইদা ইকবাল, সানা মীর, সিদ্রা আমিন এবং সিদ্রা নওয়াজ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে