-
বাংলাদেশ-ওমান দ্বিতীয় ম্যাচ ড্র
October 9th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ৯ অক্টোবর: বাংলাদেশ ও ওমান অনূর্ধ্ব-২১ হকি দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ওমানের বিপক্ষে ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছিলো।
আজ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নিজেদের অনেকটা গুছিয়ে নেয় ওমান। প্রথম দুই কোয়ার্টারে দুই দলের মাঝে হয় হাড্ডাহাড্ডি লড়াই। ১২ মিনিটে ওমানের রাশেদ আল ফাজারির ওয়ান অন ওয়ান চান্স ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক বিপ্লব কুজুর। দ্বিতীয় কোয়ার্টারে কাউন্টার অ্যাটাক থেকে সুযোগ পায় বাংলাদেশ। তবে রাজীব দাসের শট ফিরিয়ে দেন ওমান গোলরক্ষক ইদ্রিস আল বুলুশি।
তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই লিড নেয় বাংলাদেশ। মাহবুব হোসেনের ফিল্ড গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। ৩৪ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্ণারে সমতায় ফেরে ওমান (১-১)। ৪১ মিনিটে এবার রাশেদ আল ফাজারির ফিল্ড গোলে ২-১ এ লিড নেয় ওমান। তবে ৪৩ মিনিটে সোহানুর রহমান সবুজের ফিল্ড গোলে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সিরিজের সব কটি ম্যাচ ইউটিউব ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছে স্পোর্টস লাইফ টিভি। আর একটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।
বিডিস্পোর্টস২৪ ডটকম /বিকে