শিরোনাম
ক্লাব বিশ্বকাপের সেমিতে আল আহলে-বায়ার্ন... সুবিধাজনক অবস্থানে টাইগাররা... মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগ ২৫ ফেব্রুয়ারি... অবশেষে সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মিরাজ... এগিয়ে চলেছে বাফুফে’র প্রতিভা অম্বেষণ... বিসিসি ব্লিটজ টুর্নামেন্টে দুলাল চ্যাম্পিয়ন... চাপ সামলে ভাল অবস্থানে বাংলাদেশ... করোনা পরিস্থিতি যেমনই থাক অলিম্পিক গেমস হবেই... বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট অর্জনের সুযোগ... মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নারী দল...
-
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
August 2nd, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ডাবলিন, ২ আগস্ট: বাংলাদেশ ‘এ’ এবং আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
গতকাল ডাবলিনের ওকহিল মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বৃষ্টি হানা দেয়। তাই ম্যাচটি ২৮ ওভারে নির্ধারিত হয়। পরবর্তীতে খেলার সুযোগ হলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক।
ব্যাটিং-এ নেমে ৫ ওভারে ১ উইকেটে ৩৭ রান তুলে আয়ারল্যান্ড ‘এ’ দল। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বৃষ্টির বন্ধ না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারীরা। আগামীকাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে