-
বাংলাদেশ নারী ‘এ’ দল ঘোষণা
October 1st, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ১ অক্টোবর: ভারতীয় নারী ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ নারী ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিসিবি।
ওয়ানডে ও টি০২ দলের অধিনায়ক করা হয়েছে সায়লা শারমিনকে। প্রথম ওয়ানডে ম্যাচ শেষে ওমেন্স বিগ ব্যাশ লিগে খেলতে অস্ট্রেলিয়া পাড়ি জমাবেন রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি। এই দুজনের বদলে বাকি দু’টি ওয়ানডে ম্যাচের জন্য দলে সুযোগ পাবেন মুমতা হেনা হাসনাত এবং ফারিহা ইসলাম।
ভারত নারী ‘এ’ দল ২ অক্টোবর চট্টগ্রাম পৌঁছাবে। তিনটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। ৪, ৬ ও ৮ অক্টোবর ম্যাচ তিনটি হবে।
এরপর তিনটি টি-২০ ম্যাচ হবে পর্যটননগরী কক্সবাজারে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১২ ও ১৪ অক্টোবর ম্যাচ তিনটি হবে।
১৫ সদস্যের বাংলাদেশ নারী ‘এ’ ওয়ানডে দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, সুবহানা মুশতারি ও ফারজানা হক পিংকি।
১৫ সদস্যের বাংলাদেশ নারী ‘এ’ টি-২০ দল: শায়লা শারমিন (অধিনায়ক), নুজহাত টুম্পা (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, মুর্শিদা খাতুন, মুমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, সুরাইয়া আজমিম, পুজা চক্রবর্তী, সুবহানা মুশতারি ও ফারজানা হক পিংকি।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে