-
বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন
July 15th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
নেদারল্যান্ডস, ১৫ জুলাই: আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড টি২০ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল রাতে ফাইনালে তারা ২৫ রানে পরাজিত করেছে আয়ারল্যান্ডকে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯ উইকেটে ১২২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলার পান্না ঘোষের মারাত্মক বোলিংয়ে ১৮.৪ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ফলে ২৫ রানে জিতে যায় সালমা-রুমানারা। সেইসাথে শিরোপা জয়ের স্বাদ পায় তারা।
ডানহাতি পেসার পান্না ঘোষ ১৬ রান খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। তার বোলিং বিশ্লেষণ: ৪-১-১৬-৫। এছাড়া নাহিদা আক্তার ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নিলে ৯৭ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন লুইস। এছাড়া রিচার্ডসন ২৩ এবং ওপেনার ক্লেয়ার শিলিংটন করেন ১৪ রান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২২ রান করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সর্বোচ্চ ৪৬ রান আসে আয়শা রহমানের ব্যাট থেকে। তার ৪২ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার রয়েছে। ফাইনাল ম্যাচের দু’টি ছক্কাই আসে তার ব্যাট থেকে।
এছাড়া ফারজানা হক ১৭, শামীমা সুলতানা ১৬ এবং জাহানারা আলম ১২ রানে অপরাজিত থাকেন।
ম্যাচসেরা হন বিজয়ী দলের ৫ উইকেট শিকারি বোলার পান্না ঘোষ। আর সিরিজ সেরার পুরস্কার পান রানার্স আপ আয়ারল্যান্ডের ক্লেয়ার শিলিংটন।
উল্লেখ্য, বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল বিশ্বকাপ টি২০ আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে