-
বাংলাদেশ নারী হকি দলের ৬ গোলের হার
August 20th, 2019ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২০ আগস্ট: ভারতের সাই হকি একাডেমি দলের বিপক্ষে ৬ ম্যাচ প্রস্তুতিমূলক সিরিজের প্রথম ম্যাচটিতে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। আজ বিকেলে মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে সফরকারীরা ৬-০ গোলে পরাজিত করেছে স্বাগতিকদের। সেইসাথে সিরিজে ১-০তে এগিয়ে গেলো তারা।
প্রথমার্ধে তিন গোল এবং দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। প্রথম ১৭ মিনিট ঠেকিয়ে রাখলেও এরপর আর কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ১৮, ২০ ও ২৯ মিনিটে তিনবার বাংলাদেশের জালে বল পাঠান ভারতীয় একাডেমি হকি দল।
এরপর দ্বিতীয়ার্ধের ৩২, ৪২ ও ৪৬ মিনিটে আরও তিনটি গোল করলেও ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ৬ গোলের ৫টি হয়েছে ফিল্ড গোল। বাকিটি পেনাল্টি কর্নার থেকে।
বিজয়ী দলের বিনম্রতা যাদব একাই করেন দুই গোল। এছাড়া লালান পুই, তানিয়া, লতিয়া মেরি ও লালরুয়াতফেলি মেসাবি একটি করে গোল করেন।
ম্যাচ শেষে দল নিয়ে সন্তুষ্টি জানান বাংলাদেশের উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল। তিনি বলেন, ‘সামনে আরো ৫টি প্রস্তুতি ম্যাচ রয়েছে। জয়-হার ছাপিয়ে ম্যাচের অভিজ্ঞতাগুলোই তাদের অর্জন হবে।’
এর আগে প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব ড. জাফর উদ্দীন প্রস্তুতি সিরিজের উদ্বোধন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ.এ আদেলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
আগামি ২২ আগস্ট একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাটি শুরু হবে বিকেল ৪.০০টায়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে