শিরোনাম
১৩তম এসএ গেমসের চূড়ান্ত পদক তালিকা... ইউনেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু... এসএ গেমস ক্রিকেটে দ্বিতীয়বারের মতো স্বর্ণ জয় বাংলাদেশের... এসএ গেমস আরচ্যারীতে ১০ স্বর্ণ জয় বাংলাদেশের... বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী... বিজয় দিবস হকিতে বিকেএসপি-বিমানবাহিনী পয়েন্ট ভাগাভাগি... একদিনে আরচ্যারীতে ৬ স্বর্ণ জয় বাংলাদেশের... দুর্দান্ত ফিল্ডিংয়ে স্বর্ণ জয় নারী ক্রিকেট দলের... মহিলা হ্যান্ডবলে স্বস্তির ব্রোঞ্জ জয়... দিনের শুরুতেই রোমান সানাদের ৩ স্বর্ণ জয়...
-
বাংলাদেশ নৌবাহিনী আন্তঃঘাঁটি ভলিবলে তিতুমীর দল চ্যাম্পিয়ন
April 18th, 2018আনওয়ার আহমেদ মুন, বিডিস্পোর্টস২৪ ডটকম
খুলনা, ১৮ এপ্রিল ২০১৮ : বাংলাদেশ নৌবাহিনী আন্তঃঘাঁটি ভলিবল প্রতিযোগিতায় নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর দল চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বুধবার খুলনার নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর ক্রীড়া কমপ্লেক্সে শিরোপা লড়াইয়ে তারা ৩-০ সেটের ব্যবধানে বানৌজা ঈসা খানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। বিজয়ী দলের রিয়াজ হাওলাদার, পিএম-১ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কমডোর কমান্ডিং খুলনা কমডোর সামসুল আলম।
গত ১১ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকা ,চট্রগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট ৯টি দল অংশগ্রহণ করে। রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে।
বিডিস্পোর্টস২৪ডটকম/এমএ