-
বাংলাদেশ-পাকিস্তানসহ চার প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত
January 10th, 2018ক্রীড়া ডেস্ক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ক্রাইস্টচার্চ, ১০ জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আজকের চারটি প্রস্তুতি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও ছিল।
বৃষ্টির কারণে যুব বিশ্বকাপের মূল আসরের আগে শেষ বারের মত নিজেদের প্রস্তুতি সারতে পারলা না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৫৬ রানে হেরেছিলো বাংলাদেশ।
আগামী ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন আসরে গ্রুপ পর্বে ‘সি’তে রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৫ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে