-
বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা
September 3rd, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকমঢাকা, ০৩ সেপ্টেম্বর: আগামী ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। ১ জন সভাপতি, ১ জন সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন সদস্যসহ মোট ২১ জনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ অক্টোবর শনিবার।
বিষয়টি সামনে রেখে আজ বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বিকাল ৪টায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন।
তফসিল অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়পত্র বিলি শুরু হবে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের দিন ধার্য করা হয়েছে ৮ সেপ্টেম্বর। আর ১৩ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে। ভোট গ্রহণের তারিখ আগামী ৩ অক্টোবর শনিবার।
বাফুফে কর্তৃক নির্ধারিত টাকার অর্থাৎ সভাপতি পদের জন্য ১,০০,০০০/ (অফেরতযোগ্য), সিনিয়র সহ-সভাপতি পদের জন্য ৭৫,০০০/ (অফেরতযোগ্য), প্রত্যেকটি সহসভাপতি পদের জন্য ৫০,০০০/ (অফেরতযোগ্য) এবং প্রত্যেকটি সদস্য পদের জন্য ২৫,০০০/ (অফেরতযোগ্য) টাকার বিনিময়ে মনোনয়নপত্র বাফুফে হিসাব শাখায় নগদ অর্থ অথবা ব্যাংক হিসাবের নামঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন, হিসাব নং- ১০৮১৩১০০০০১২৮৮, মতিঝিল শাখা, প্রিমিয়ার ব্যাংক লিঃ এ জমা প্রদানকরতঃ উহার জমা রশিদের মূল কপি বাফুফে হিসাব শাখায় প্রদানপূর্বক মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। ২০ এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনাভাইরাসের কারণে তখন স্থগিত করা হয় নির্বাচন। পরে ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় ৩ অক্টোবর।
নির্বাচনের নতুন তারিখ অনুমোদন দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বিডিস্পোর্টস২৪ ডটকম