শিরোনাম
হাইতির বেলফোর্টের গোলে আবাহনীর জয়... প্রস্তুতি ম্যাচে আলো ছড়ালেন হাসান... বারিধারাকে হারিয়ে কিংসের জয়... নিজের সেরাটাই দিতে চান সাইফুদ্দিন... ৭২ ঘন্টা পর্যবেক্ষণে তাসকিন... প্রথম ধাপের করোনা পরীক্ষায় ক্যারিবীয়দের সবাই নেগেটিভ... বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১৩ জানুয়ারি শুরু... বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সময় পরিবর্তন... জার্সি উন্মোচন করলো বাংলাদেশ চেস এরিনা... বসুন্ধরা কিংসের শিরোপা অক্ষুন্ন...
-
বাফুফে সহ-সভাপতি মহি করোনা আক্রান্ত
August 24th, 2020ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৪ আগস্ট: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দুপুরে বাফুফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মহিউদ্দিন আহমেদ মহি গতকাল কোভিড-১৯এ আক্রান্ত হন। বর্তমানে তিনি গোপীবাগস্থ নিজ বাসায় অবস্থান করছেন।
সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এছাড়া বাফুফেও তার দ্রুত আরোগ্য কামনায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
বিডিস্পোর্টস২৪ ডটকম/বিকে