-
বালকে সানিডেল ও নারিন্দা এবং বালিকায় ভিকারুন-নিসা এবং স্কলাসটিকা (উত্তরা) ফাইনালে
September 24th, 2018ক্রীড়া প্রতিবেদক
বিডিস্পোর্টস২৪ ডটকম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর: ২৫তম স্কুল হ্যান্ডবলের বালক বিভাগে সানিডেল ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা বিভাগে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ এবং স্কলাসটিকা (উত্তরা) ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আজ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের সেমিফাইনালে সানিডেল ২৪-০৭ গোলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-০৫ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সোহেল কবির ০৭টি ও ইরফান ০৫টি এবং বি বিজিত দলের পক্ষে তাহসিন আহমেদ ও মেহেদি ২টি করে গোল করে।
একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৩-১৪ গোলে শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-০৭ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে পারভেজ ৫টি এবং বিজিত দলের পক্ষে মুসফিকুর ৫টি গোল করে।
বালিকা বিভাগের সেমিফাইনালে ভিকারুন-নিসা নুন স্কুল এন্ড কলেজ ১০-০২ গোলে সানিডেলকে পরাজিত করে ফাইনালে ওঠে। বিজয়ী দল প্রথমার্ধে ০৬-০১ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে কাসফিয়া ৪টি, আয়শা ও সাদিয়া ২টি করে গোল করে এবং বিজিত দলের পক্ষে নসিন ও নুহা ১টি করে গোল করে।
অপর সেমিফাইনালে স্কলাসটিকা (উত্তরা) ০৫-০০ গোলে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিজয়ী দল প্রথমার্ধে ০২-০০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সাদিয়া ২টি গোল করে।
আগামীকাল মঙ্গলবার বালিকা বিভাগের ফাইনাল খেলা দুপুর ০২:০০টায় অনুষ্ঠিত হবে। বালক বিভাগের ফাইনাল খেলা বিকেল ০৩:০০টায় অনুষ্ঠিত হবে
বালক বিভাগের ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর ১২:০০ টায়। বালিকা বিভাগের ৩য়/৪র্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে একই দিনে দুপুর ০১:০০টায়।
বিডিস্পোর্টস২৪ ডটকম/এমএকে